ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

১৯ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২১ জানুয়ারি ২০২৪

২০২৪ সালের জানুয়ারি মাসের ১৯ দিনে দেশে ১৩৬ কোটি ৪১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতিদিন গড়ে এসেছে ৭ কোটি ১৮ লাখ ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির প্রথম ১৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, জানুয়ারির ১৩ থেকে ১৯ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৪৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এছাড়া ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৫৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ও জানুয়ারির প্রথম ৫ দিনে ৩৭ কোটি ৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি