ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রোজার আগেই নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি (ভিডিও)

পার্থ সারথি

প্রকাশিত : ১৫:৪৯, ২৬ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

মাসের শেষ সপ্তাহে কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও অন্যান্য নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি। চাল-ডাল-আটা-ময়দাসহ মাংসের দামও বেড়েছে। রোজার দেড়মাস আগেই বেড়েছে ছোলার দাম। 

চালের বাজারে স্বস্তি এখনও ফেরেনি। ভরা মৌসুমে কেজিপ্রতি ৬ থেকে ১০ টাকা বেশি দামেই কিনতে হচ্ছে চাল। 

অন্যদিকে, আটা-ময়দা ও ডালের দাম এক লাফে কেজিতে ৭ থেকে ১০ টাকা ও  তেল বিক্রি হচ্ছে একমাস আগের লিটারপ্রতি ৪ টাকা বাড়তি দামে। 

বিক্রেতারা জানান, গত এক সপ্তাহে প্রতি কেজিতে ৫ থেকে ৭ টাকা, এমনও চাল আছে ১৫ টাকা কেজিতে বেড়েছে। মিনিকেট গত সপ্তাহে ৬০ টাকায় বিক্রি করেছি এখন ৭০ টাকায় বিক্রি করা যায়না। কেনাই পড়েছে ৬৭ টাকা। দুই কেজি আটার প্যাকেটে বেড়েছে ৫ টাকা। 

এদিকে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বাড়লেও কমেছে সোনালি মুরগির দাম। একমাস আগেও যে গরুর মাংস ৬৫০ টাকা কেজিতে নেমে এসেছিল তা এখন ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

দাম বাড়ার তালিকায় রয়েছে রমজানের পণ্য ছোলাসহ আদা-রসুন। 

দোকানদাররা জানান, এক মাস আগে ছোলার দাম ছিল ৭৫-৭৫ টাকা। সেই ছোলা এখন ১০২ টাকা। মুগ ডালের আকাশছোঁয়া দাম, কেজিতে ৮-১০ বেড়েছে। 

গত সপ্তাহের তুলনায় কিছুটা স্থিতিশীল সবজির বাজার। কমেছে আলু ও মরিচের দাম।

সবজি বিক্রেতারা জানান, গত সপ্তাহে আলুর দাম ছিল ৬০ টাকা, এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কমেছে, ভালোটা ১০০ টাকা কেজি।

বিক্রেতারা বলছেন, তীব্র শীত আর ঘন কুয়াশায় রাজধানীতে চাহিদার তুলনায় সবজির যোগান কিছুটা কম। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি