ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২৭ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৬:০০, ২৭ জানুয়ারি ২০২৪

এজেন্ট ব্যাংকিং সেবার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ব্যাংক এশিয়া। 

সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনস্থ কর্পোরেট অফিসে (র‌্যাংগস্ টাওয়ার) ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদ এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন।

এজেন্ট ব্যাংকিংয়ের পথপ্রদর্শক হিসেবে ২০১৪ সালের ১৭ জানুয়ারি দেশে এ সেবার কার্যক্রম শুরু করে ব্যাংক এশিয়া।

ইতিমধ্যে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ৬৪ লাখ গ্রাহককে আর্থিক সেবার আওতায় এনেছে। যার ৯২ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠী এবং ৬৩ শতাংশ নারী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি