ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ব্যাংক এশিয়ার বার্ষিক ব্যবসায় সভা-২০২৪ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪

ব্যাংক এশিয়ার "বার্ষিক ব্যবসায় সভা-২০২৪" সম্প্রতি সিলেটের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। 

ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, পরিচালক রোমানা রউফ চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, হেলাল আহমেদ চৌধুরী, মোঃ আবুল কাসেম এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান সভায় উপস্থিত ছিলেন। 

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান ও শাখা প্রধানসহ প্রায় ২০০ জন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় ২০২৩ সালের ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৪ সালের সম্ভাব্য সুযোগ ও সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।  

এমএম//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি