ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চিনির নতুন দাম নির্ধারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

প্রতিকেজি দেশি চিনির সর্বোচ্চ খুচরা দাম ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। চিনির এ দাম অবিলম্বে কার্যকর হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, প্রতি কেজি চিনির মিলগেট ও কর্পোরেট সুপাশপে বিক্রয় মূল্য ১৫৫ টাকা। আর বিভিন্ন সুপারশপ ও বাজারে সর্বোচ্চ বিক্রয় মূল্য হবে ১৬০ টাকা। 

এছাড়া ৫০ কেজির বস্তাজাত চিনির মিলগেট মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতিকেজি ১৫০ টাকা। ডিলার পর্যায়ে বিক্রয় মূল্য ১৫৭ টাকা। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে চিনির এ দাম ঠিক করা হয়েছে। রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতাও চাওয়া হয় এতে।

সবশেষ প্রতি কেজি প্যাকেট চিনির দাম ১৪০ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি