ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্বাধীন অর্থনীতির সূচকে সাত ধাপ এগোলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ২ মার্চ ২০২৪

বিশ্বের স্বাধীন অর্থনীতির সূচকে সাত ধাপ এগোলো বাংলাদেশ। আমেরিকান অর্থনীতির থিংক ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশনের এ বছরের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১১৬তম।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ২০২৪ সালের অর্থনৈতিকভাবে সবচেয়ে মুক্ত দেশ হিসাবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় স্থান অর্জন করেছে। আর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। 

অর্থনৈতিকভাবে ‘নিপীড়িত’ ক্যাটাগরিতে যথাক্রমে ১৫৭, ১৪৯ ও ১৪৭তম অবস্থানে থাকা মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান অর্থনৈতিক স্বাধীনতার বৈশ্বিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। 

এবারও সিঙ্গাপুর বিশ্বের সর্বাধিক মুক্ত অর্থনীতি হিসাবে প্রথম স্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড আর এরপরেই আছে আয়ারল্যান্ড, তাইওয়ান এবং লুক্সেমবার্গ। 

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিকভাবে ‘বেশিরভাগ অবাধ’ হিসাবে বিবেচিত হয়েছে হেরিটেজ ফাউন্ডেশনের কাছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি