ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ১০ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন বিশেষ রেমিট্যান্স ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার দি ওয়েস্টিন ঢাকায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র ম্যানেজার প্রেম সুগুনেশ। 

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে.কিউ.এম. হাবিবুল্লাহ ও মোঃ আলতাফ হুসাইন। আরও বক্তব্য দেন ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়ার হেড অব অপারেশন্স শিহাবুল হাসান এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ এহসানুল ইসলাম। 

গত ৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ ২০২৪ পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রেমিট্যান্স পাঠিয়ে ডিজিটাল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে-তে নগদ ১ লাখ টাকা করে মোট ২০ জন এবং ক্যাম্পেইন শেষে মেগা বিজয়ী প্রবাসী পেয়েছেন ৩ লাখ টাকা। যার মধ্যে ছিল মরিশাস থেকে বাংলাদেশে আসা-যাওয়ার বিমান টিকেট। 

মেগা পুরস্কার পেয়েছেন ব্যাংকের ভান্ডারিয়া শাখার গ্রাহক মরিশাস প্রবাসী মোঃ বেল্লাল। 

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন ও কাজী মোঃ রেজাউল করিম এবং ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি