ওয়াসার বিল সংগ্রহে এবারও সেরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
প্রকাশিত : ১৬:১২, ১০ মার্চ ২০২৪ | আপডেট: ১৬:১২, ১০ মার্চ ২০২৪
ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৪০টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহ করে ২০২২-২৩ অর্থ-বছরে ১ম স্থান অর্জন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। এ নিয়ে পরপর ৫ম বারের মতো এই অর্জন করলো ব্যাংকটি।
এ উপলক্ষে আজ রোববার (১০ মার্চ) প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ঢাকা ওয়াসা বিল কালেকশন অ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মোস্তফা খায়েরের নিকট পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মাদ ইব্রাহিম, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সুজিত কুমার বালা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।
উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যেকোন শাখা-উপশাখায় ও মোবাইল অ্যাপস ‘এফএসআইবি ক্লাউড’র মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসার বিল জমা দেয়া যায়।
এএইচ
আরও পড়ুন