ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

নতুন সময়সূচিতে আজ থেকে ব্যাংকে লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ১২ মার্চ ২০২৪

রমজান মাসে ব্যাংক লেনদেনের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। যা আজ প্রথম রমজান থেকে কার্যকর।

এ নিয়ে গত মঙ্গলবার (৫ মার্চ) প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। 

প্রজ্ঞাপনে বলা হয়, রমজান মাস উপলক্ষে রোজায় সরকারি-বেসরকারি ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থকে বিকাল ৪টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট। অর্থাৎ দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। 

তবে এ বিরতিতেও স্বাভাবিক সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম চলবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

প্রসঙ্গত, রমজানের আগে ব্যাংক লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকতো বিকাল ৫টা পর্যন্ত।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি