মিলগেটে চালের বস্তা প্রতি বেড়েছে একশ’ টাকা
প্রকাশিত : ১২:২৮, ২৫ মার্চ ২০২৪
দিনাজপুরের হঠাৎ করেই বেড়েছে চালের দাম। বাজারে ধানের সংকটকে এজন্য দায়ী করছেন চালকল মালিকরা। তবে এ দাবি মানতে নারাজ ক্রেতা-বিক্রেতারা। মজুদদারি ও কৃত্রিম সংকটে দামবৃদ্ধি রোধে মনিটরিং, অভিযান এবং আইনের কঠোর প্রয়োগের দাবি তাদের।
মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে দিনাজপুরের বাজারে চালের দাম বেড়েছে। সুগন্ধিজাত ছাড়া সব ধরনের চালের দাম মিলগেটে ৫০ কেজির বস্তায় বেড়েছে একশ’ টাকা। খুচরা পর্যায়ে কেজিতে বেড়েছে কমপক্ষে তিন টাকা।
হঠাৎ করেই দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
ক্রেতারা জানান, হঠাৎ করে যদি চালের দাম বেড়ে যায় আমাদের তো কিনে খেতে হবে। আমাদের কি করার আছে।
খুচরা বিক্রেতাদের অভিযোগ, ধানের সংকট দেখিয়ে চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। যার প্রভাব পড়েছে বাজারে।
চাল বিক্রেতারা জানান, মিলারদের কথাবার্তা শুনলে মনে হয় দেশ থেকে চাল উধাও হয়ে গেছে। একটা আতঙ্কজনক অবস্থা। যে চাল ছিল সাড়ে ২৩শ’ টাকা বস্তা সেই চাল আজকে ২৬শ’ টাকা চাচ্ছে। সব মিলে চাল পাচ্ছিনা, এখন গুটি কয়েক মিলের হাতে চাল আছে। তাদের কাছ থেকেই বেশি দামে চাল কিনতে হচ্ছে।
আর মিলারদের দাবি, বোরো ওঠার আগে এবং আমনের মৌসুম শেষে ধান ও চালের দাম কিছুটা বাড়ে। বাজারে ধানের আমদানিও নেই।
আছিয়া অটোরাইস মিলের সত্বাধিকারী রেজা হুমায়ুন ফারুক চৌধুরী বলেন, “আমাদের দেশে আমন শেষ হচ্ছে বোরো উঠছে এরকম সময় একটা গ্যাপ তৈরি হয়। কৃষকের হাতেও ধান থাকে না মিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণে ধান থাকে না। সেক্ষেত্রে মার্কেটে চাহিদা চেয়ে সরবরাহটা কমে যায়।”
চালের বাজার স্থিতিশীল রাখতে এখনই সরকারি প্রয়োজনীয় পদক্ষেপের দাবি ক্রেতাদের।
এএইচ
আরও পড়ুন