ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেম`স কালেকশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ৯ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

লাইফস্টাইল এন্ড ফ্যাশনব্র্যান্ড প্রেম'স কালেকশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশান ক্লাবে প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। প্রেম'স কালেকশনের কর্ণধার প্রেম ভম্বানির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন নাছিম এমপি ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি, ক্রিকেটের সাবেক অধিনায়ক আকরাম খান, বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী রানা শফিউল্লাহ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলীম, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও প্রেমস কালেকশনের সিইও রাধা খাজুরিয়া সহ চলচ্চিত্র তারকা, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার ফ্যাশন সচেতন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এরপর প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি