ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

`বৈধপথে ডলারের বিনিময়মূল্য হুন্ডির সাথে প্রতিযোগিতামূলক করা সম্ভব নয়` (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২৭ এপ্রিল ২০২৪ | আপডেট: ১২:৩১, ২৭ এপ্রিল ২০২৪

বৈধপথে ডলারের বিনিময়মূল্য হুন্ডির সাথে প্রতিযোগিতামূলক করা সম্ভব নয় বলছে, কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনেই দেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঠিক হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রা বিনিময় হারকে স্থিতিশীল করতে পারলেই হুন্ডির সাথে বৈধপথে ডলারের মূল্যের পার্থক্য এমনিতেই কমে আসবে।

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করে আড়াই শতাংশ প্রনোদনা দেয় সরকার। চাইলে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও আরও আড়াই শতাংশ প্রনোদনা দেয়ার অনুমোদন দেয়া আছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের ৯ মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে মোট ১৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। আর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের পর ফেব্রæয়ারিতে আসে ২ দশমিক ১৬ বিলিয়ন। কিন্তু গত মার্চে প্রবাসী আয় নেমে যায় দুই বিলিয়ন ডলারের নিচে।  

ব্যাংকিং চ্যানেলে এখন ডলার প্রতি ১১০ টাকা করে পাওয়া যাচ্ছে। সঙ্গে আড়াই শতাংশ প্রনোদনা যোগ করলে তা দাড়ায় প্রায় ১১৩ থেকে টাকায়। কিন্তু হুন্ডিতে মিলছে অন্তত ১১৭ টাকা ৫০ পয়সা। ব্যাংকিং চ্যানেলে ডলারের মূল্য হুন্ডির সমপর্যায়ে নিতে পারলে রেমিট্যান্স পাঠাতে আরো উৎসাহিত হতেন প্রবাসিরা, বলছেন অর্থনীতিবিদরা। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, হুন্ডির সাথে প্রতিযোগিতা সম্ভব নয়। 

অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকের সাথে হুন্ডির পার্থক্য খুব বেশি হলে হুন্ডি ঠেকানো মুশকিল। 

হুন্ডির সাথে বৈধ চ্যানেলের পার্থক্য কমাতে চাইলে মুদ্রা বিনিময় হারকে আগে স্থিতিশীল করতে হবে বলে জানান অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর।

হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে রেমিট্যান্স প্রবাহ আরও কয়েক বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব বলেও মত অর্থনীতিবিদদের। 

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি