ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইসলামী ব্যাংক নিয়ে অনুসন্ধান না করার নির্দেশ হাইকোর্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ৩০ এপ্রিল ২০২৪ | আপডেট: ১৮:৫১, ৩০ এপ্রিল ২০২৪

ইসলামী ব্যাংক নিয়ে আর কোনো অনুসন্ধান চলবে না মর্মে রায় দিয়েছেন হাইকোর্ট।

এই মর্মে জারি করা রুল খারিজ করে মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদুল হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন ও দুনীতি দমন কমিশনের (দুদক) পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন। 

এস আলম গ্রুপের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, ‘‘প্রথম আলোতে ২০২২ সালে ‘ভয়ংকর নভেম্বর’ শিরোনামে একটি নিউজ ছাপা হয়। তার পরিপ্রেক্ষিতে শিশির মনির নামের একজন অ্যাডভোকেট তা আদালতের নজরে আনেন। প্রথম আলোর সেই প্রকাশনার যে খবর ছিল তার পরিপ্রেক্ষিতে সুয়োমোটো রুল জারি করা হয়।

আমাদের বক্তব্য হলো প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউ এজে যে সংবাদ ছাপা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। এটার সঙ্গে এস. আলম সাহেব বা তার গ্রুপের কোনো সম্পর্ক ছিল না। শুধুমাত্র এ প্রতিষ্ঠানকে এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে যেসব প্রতিষ্ঠান যুক্ত আছে সেগুলোকে হেয় প্রতিপন্ন করা, ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যেই এসব পত্রিকাগুলো এ নিউজগুলো ছাপিয়েছিল।

এর পরবর্তীতে ডেইলি স্টার ২০২৩ সালে আবার একটা সংবাদ প্রকাশ করে। যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন একটি সুয়োমোটো রুল ইস্যু করে। এবং সেই সুয়োমোটো রুলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগে চ্যালেঞ্জ করা হয়। আপিল বিভাগ এই সুয়োমোটো রুল সরাসরি খারিজ করে দেন।

মূলত আপিল বিভাগের যে আদেশ ছিল সেই আদেশের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশনে ‘ভয়ঙ্কর নভেম্বর’ শিরোনামে যে সুয়োমোটো রুল জারি করা হয়েছিল সেটাকে খারিজ করার জন্য আবেদন করা হয়েছিল।

হাইকোর্ট ডিভিশন দেখেছেন যে, আপিল বিভাগে যে রুলের পরিপ্রেক্ষিতে সুয়োমোটো রুল খারিজ করে দিয়েছিলেন ঠিক একই রকম রুল হওয়ার পরিপ্রেক্ষিতে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে যে সুয়োমোটোর রুল জারি করা হয়েছিল সেটিও খারিজ করে দিয়েছেন।’’

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ২০২২ সালের ৪ ডিসেম্বর ইসলামী ব্যাংকের ঋণের ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না মর্মে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

এ ছাড়া পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাই করতে দুদকসহ সংশ্লিষ্টদের তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি