ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঢাকা মোটর শো শুরু ২৩ মে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ১৩ মে ২০২৪

আগামী ২৩ থেকে ২৫ মে তিন দিনব্যাপী রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ১৭তম ঢাকা মোটর শো ২০২৪। একই সাথে অনুষ্ঠিত হবে ৮ম ঢাকা বাইক শো ২০২৪, ৭ম ঢাকা অটো পার্টস শো ২০২৪ এবং ৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৪। অনুষ্ঠানগুলোর আয়োজন করছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস গ্লোবাল ইউএসএ)। 
 
সোমবার ১৩ মে রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস। 

উল্লেখ্য, আগামী ২৩-২৫ মে, তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায়, এ আন্তর্জাতিক প্রদর্শনীসমূহ অনুষ্ঠিত হবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি