ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মে মাসে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২ জুন ২০২৪

গেল মে মাসে ২২৫ কোটি ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। যা বেড়েছে ৩২ দশমিক ৩৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক। তিনি বলেন, আগের বছরের একই মাসের তুলনায় প্রবাসী আয় ৩২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২২৫ কোটি ডলার হয়েছে। 

ব্যাংকখাতের সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত দুই ঈদের আগেই পরিবার-স্বজনদের কাছে বাড়তি অর্থ পাঠান প্রবাসীরা। সামনেই ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।  

মে মাসের রেমিট্যান্স এপ্রিলের তুলনায়ও ১০ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে ২০৪ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি