ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইসলামী ব্যাংকের উদ্যোগে শরীয়াহ সচেতনতা বিষয়ক ওয়েবিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৪ জুন ২০২৪

সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও রংপুর জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পরিচালক মোঃ কামরুল হাসান ওয়েবিনারে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী এবং মূল বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। 

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান মোঃ আনিসুলের হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মোঃ আব্দুস সোবহান। 

জোনসমূহের অধীন বিভিন্ন শাখার নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি