স্বল্প আয়ের মানুষের জন্য ৪ হাজার ফ্ল্যাট তৈরির সিদ্ধান্ত
প্রকাশিত : ২০:৪০, ৬ জুন ২০২৪
সরকার আগামী ২০২৪-২৫ অর্থবছরে স্বল্প আয়ের মানুষের জন্য ৪ হাজার ৩২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। আজ (৬ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করার সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাবনার কথা জানিয়েছেন।
এসব ফ্ল্যাট নির্মাণের পর স্বল্প আয়ের মানুষের কাছে ভাড়া দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
অনুমোদন পাওয়ার পর টঙ্গী, গাজীপুর, ঢাকার শ্যামপুর ও কদমতলী, নারায়ণগঞ্জের চনপাড়া ও খুলনার হরিণঘাটা এলাকায় এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
ইতোমধ্যেই ২০২৩-২৪ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪ হাজার ৮৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে।
গত ১৫ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অন্তত সাড়ে ৭ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী।
কেআই//
আরও পড়ুন