ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুদের হার বাড়ানো হলেও বাড়ছেনা ব্যাংক আমানত

মেহেদী হাসান

প্রকাশিত : ১৫:৩৯, ২ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

সুদের হার বাজারভিত্তিক করার পর মেয়াদী আমানতে ১০ থেকে ১৩ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে কোনো কোনো ব্যাংক। তবুও তেমন বাড়ছে না আমানত। এজন্য ট্রেজারি বিল-বন্ডের উচ্চ সুদকে দায়ী করছেন ব্যাংকার-অর্থনীতিবিদরা।

গত ৯ মে ব্যাংকের সুদহার নির্ধারণে স্মার্ট পদ্ধতি বাতিল করা হয়। সুদহার ছেড়ে দেয়া হয় বাজারের ওপর। ফলে ব্যাংকগুলো আমানত ও ঋণের সুদের হার নির্ধারণের সুযোগ ফিরে পায়। আর প্রতিযোগিতামূলক পদ্ধতি চালু হওয়ায় ব্যাংক-আমানতে সুদহার এখন ১০ থেকে ১৩ শতাংশ পর্যন্ত উঠেছে।  

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে আমানতে প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৩৮ শতাংশ। মে মাসে ব্যাংক-ব্যবস্থায় আমানত কতো এসেছে তার হিসাব এখনও প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। 

এদিকে, সুদের হার বাজারভিত্তিক করার প্রায় দু’মাস হতে চলেছে। এ সময়ে সুদের হার বাড়লেও ব্যাংকে আমানত প্রত্যাশা অনুযায়ী বেড়েছে, এমন দাবি করতে পারছে না ব্যাংকগুলো। 

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “মনে করা হচ্ছিল যে সুদহার বাড়লে আমানত বাড়বে কিন্তু ওইভাবে তা আসেনি।”

অর্থনীতিবিদরা বলছেন, সুদহার বৃদ্ধির ফলে আমানতে বড় উল্লম্ফন হওয়ার কথা থাকলেও হয়নি, তা খতিয়ে দেয়া উচিৎ।  

অর্থনীতিবিদ অধ্যাপক আইনুল ইসলাম বলেন, “ডিপোজিট যেভাবে বাড়ার কথা ছিল সেটি কিন্তু বাড়েনি। বরঞ্চ ঋণ ও ডিপোজিটের যে রেসিংওটা অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে। সুদের হার বাড়ালে আমানতের উপর প্রভাব করার কথা তবে তা হয়নি।”

সরকারি বন্ডগুলোতে এখন উচ্চহারে সুদ দেয়ায় অনেকেই আমানত ঐদিকে নিয়ে যাচ্ছেন বলে ধারণা ব্যাংকার ও অর্থনীতিবিদদের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি