ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লক্ষ টাকা পুরস্কার পেলেন মোটর শ্রমিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ২৩ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৮:৫১, ২৩ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়নিয়ার’ হলেন মোটর শ্রমিক রানা ইসলাম। গত ১৪ অক্টোবর দিনাজপুর সদরের লালবাগ বৈশাখী মোড়ের ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এ ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পুরস্কার পান তিনি। 

পুরস্কার পাওয়ার পর রানা জানান,  ২০ লক্ষ টাকা ব্যবসায় খাটিয়ে নিজের ভাগ্য বদলের চেষ্টা করবেন তিনি। 

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সদরের জেল রোডে দিনাজপুর ইন্সটিটিউট মাঠে রানার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান। এ সময় চিত্রনায়ক আমিন খান, ওয়ালটনের সিএমও গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সারাদেশে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এ ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। 

এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত পুরস্কার। এরই আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়ন’ অফারের প্রথম ২০ লাখ টাকা ভাগ্যবান বিজয়ী হয়েছেন রানা।

 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি