ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কর্মবিরতিতে ট্যাংকলরি, ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০১, ৭ আগস্ট ২০২২ | আপডেট: ১৪:২৪, ৭ আগস্ট ২০২২

কমিশন ও ভাড়া বাড়ানোর দাবিতে খুলনায় ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ট্যাংকলরি মালিক-শ্রমিকরা। এতে খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। 

রোববার (৭ আগস্ট) সকাল থেকে পদ্মা, মেঘনা এবং যমুনা ডিপোতে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হচ্ছে। 

এতে খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। ১৫ জেলার মধ্যে রয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ। 

তবে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকলেও ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। 

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জ্বাদুল করিম কাবুল বলেন, কমিশন বৃদ্ধির দাবিতে খুলনা বিভাগীয় কমিটি ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে।

ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি তাদের কমিশন লিটার প্রতি বর্তমান মূল্যের ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রদানের দাবি জানান। 

২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ব্যবসায়ীরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি