ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের রেডিসনে আল-আরাফাহ’র এটিএম বুথ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ২ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪৫, ২ আগস্ট ২০১৭

হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে এটিএম বুথটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম এবং পরিচালক আব্দুল মালেক মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান।

অন্যদের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান, কাজী তউহীদ উল আলম, ফজলুল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আব্দুল হান্নান খান এবং চট্টগ্রাম জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমসহ চট্টগ্রাম জোনের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীরা উপস্থিত ছিলেন।

 

আরকে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি