ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

বৃহত্তম চুক্তি স্বাক্ষর করলো পিইবি স্টিল অ্যালায়েন্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ৯ সেপ্টেম্বর ২০১৭

পিইবি ষ্টীল অ্যালায়েন্স লিমিটেড সম্প্রতি পিএইচপি ইন্টেগ্রেটেড স্টিল মিলস লিমিটেডের সঙ্গে আট হাজার চারশ’ মেট্রিক টন স্টিল চুক্তি স্বাক্ষর করেছে। যা স্টিল শিল্পের ইতিহাসে এযাবৎ কালের বৃহত্তম।

পিএইচপি ফ্যামিলি’র পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ইকবাল হোসেন এবং পিইবি স্টিলের পক্ষে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নেওয়াজ খান চুক্তিটি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোহসিন, ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন, ডিরেক্টর মোহাম্মদ আকতার পারভেজ, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর আইথা কাইলাসাম এবং পিইবি স্টিল অ্যালাইয়েন্সের চীফ অপারেটিং অফিসার পার্থ ঘোষ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

আরকে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি