ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিল সোস্যাল ইসলামী ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ২ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ সহায়তা দিয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ সোমবার হিলটপ সার্কিট হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের কাছে এক কোটি টাকা মূল্যের এ ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।

সোস্যাল ইসলামী ব্যাংকের পক্ষে জেলা প্রশাসকের হাতে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, ব্যাংকের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর ডা. মো. রেজাউল হক (অব.), ভাইস চেয়ারম্যান আলহাজ সাঈদুর রহমান, ইসি কমিটির চেয়ারম্যান আনিসুল হক।

অন্যানন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ সামছুদ্দৌজা, জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ব্যাংকের পদস্থ কর্মকর্তারা।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি