ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নভোএয়ারের কক্সবাজার বিক্রয় কেন্দ্র এখন সী-প্যালেসে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৩৬, ১৪ নভেম্বর ২০১৭

কক্সবাজারে নিজস্ব বিক্রয় কেন্দ্রের স্থান পরিবর্তন করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা  নভোএয়ারকক্সবাজারের হোটেল কল্লোল থেকে হোটেল সী-প্যালেস-নভোএয়ার এর নিজস্ব বিক্রয় কেন্দ্র স্থানান্তর করা হয়েছে

গত বৃহস্পতিবার এ বিক্রয় কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নভোএয়ার এর পরিচালক হাসিবুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন নভোএয়ার এর বিপনন ও বিক্রয় প্রধান মেজবাহ-উল-ইসলামসহ নভোএয়ার ও বিভিন্ন ট্রাভেল এজেন্সীর উর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট ও সৈয়দপুর প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে কলকাতা প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।  সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি