ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বেস্ট ইলেকট্রনিক্সের নতুন ১০ শোরুমের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ১৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ২২:২৩, ১৯ নভেম্বর ২০১৭

দেশে মাল্টি ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাতকারী  প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড। রোববার সারা দেশে একযোগে ১০টি নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান রোববার আনুষ্ঠানিকভাবে ঢাকার উত্তরায় জসিম উদ্দিন রোডের শো-রুমটির উদ্বোধন করেন। এর মাধ্যমে নতুন  ১০টি শো-রুমের যাত্রা শুরু করল।

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা শো-রুমগুলো হলো- ঢাকার উত্তরায় জসিম উদ্দিন রোড, মুগদা বিশ্বরোড, ফরিদাবাদ, পশ্চিম রামপুরা, চুয়াডাঙ্গার জীবননগর, খুলনার ডুমুরিয়া, মাদারীপুর, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ী এবং মৌলভীবাজারে বাড়িরপাড়।

বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড যাত্রা শুরুর পর থেকে দেশব্যাপী এ পর্যন্ত ১১০টিরও অধিক নিজস্ব শো-রুম পরিচালনা করছে। এ শো-রুমগুলোর মাধ্যমে ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নগদ ও সহজ কিস্তিতে আন্তর্জাতিক মানসম্পন্ন মাল্টি ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাত করছে। আগামী বছরের মধ্যে কোম্পানি ১৫০টি শো-রুম চালু করবে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক, পরিচালক সৈয়দ আশহাব জামান রাফিদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এম/এসএইচ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি