ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

এক্সিম ব্যাংকের ১১৭তম শাখা দোহারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ১৯ ডিসেম্বর ২০১৭

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া হাজী আদালত কমপ্লেক্সে মঙ্গলবার দুপুরে এক্সপোর্ট ইমপোর্ট(এক্সিম) ব্যাংকের ১১৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী  ড.মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালক খন্দকার মো.সাইফুল আলম।

তিনি বলেন, তাঁতশিল্প ও নদীবেষ্ঠিত এ দোহারের ব্যবসা-বাণিজ্য প্রসারে এক্সিম ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা সব সময় এই জয়পাড়া বাজারের ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির ব্যবসায়ীদের ব্জন্য ব্যাংকিংয়ের ক্ষেত্রে সহজ সেবা দিব। যাতে এই ব্যাংকটি এ বাজারের সবার পরে উদ্বোধন করেও সেবার মানে সবার আগে এগিয়ে যেতে পারি।

এতে বিশেষ অতিথি ছিলেন, দোহার পৌরসভার মেয়র আব্দুর রহিম মিঞা, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হায়াত  মিঞা ও এক্সিম ব্যাংকের জয়পাড়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেন, জয়পাড়া বড় বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, জয়পাড়া পূর্ব বাজারের সভাপতি আব্দুল করিম বেপারীসহ আরও অনেকে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি