ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিসিএ কর্মকর্তাদের জন্য আইসিএবি’র প্রশিক্ষণ কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ (বিসিএ) কমিশন কর্মকর্তাদের জন্য ’আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড ১৫;  গ্রাহক চুক্তির মাধ্যমে রাজস্ব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দি ইন্সটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

শনিবার রাজধানীর কাওরান বাজারের আইসিএবি’র প্রশিক্ষণ কেন্দ্র আইসিপিই সিএ ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নভিস্তা ফার্মার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আকতার মতিন চোধুরী এফসিএ । তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের  নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরী । আইসিএবি’র প্রেসিডেন্ট দেওয়ান নুরুল ইসলাম এফসিএ, ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু এফসিএ, কাউন্সিল মেম্বার মো. শহাদাৎ হোসেন এফসিএ, মোস্তফা কামাল এফসিএ  এবং সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুহাম্মদ ইমরুল কায়েস অন্যদের মাঝে সমাপনী সেশনে উপস্থিত ছিলেন। মোট ২৯ জন প্রশিক্ষাণার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। (বিজ্ঞপ্তি)।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি