ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ১৭ মার্চ ২০১৮ | আপডেট: ২১:৪৫, ১৭ মার্চ ২০১৮

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ শনিবার ধানমন্ডি ৩২ নম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান, ইসলামী ব্যাংক হসপিটালে ফ্রি স্বাস্থ্য সেবা, রক্তদান কর্মসূচি, শিক্ষা প্রতিস্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

এ দিন বিকেল ৩টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যানের নেতৃত্বে সদস্যবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। শ্রদ্ধাজ্ঞাপন শেষে মিরপুরে অবস্থিত ইসলামী ব্যাংক মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, বক্তৃতা প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সৈয়দ মন্জুরুল ইসলাম এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে ইসলামী ব্যাংক ফাউন্ডেনের নির্বাহী পরিচালক জনাব গোলাম হাফিজ আহমেদ।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি