ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

অবকাঠামো উন্নয়নে ৫১ মিলিয়ন ডলার ঋণ দেবে কুয়েত   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ২৫ মার্চ ২০১৮

বাংলাদেশের উত্তরাঞ্চলের ৫১টি পৌরসভার অবকাঠামো উন্নয়নে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভলপমেন্ট (কেএফএইডি) ৫১ মিলিয়ন ডলার ঋণ দেবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা জানান, আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্টে’র জন্য আগামী ২৭ মার্চ বিকেল সাড়ে ৪টায় শেরেবাংলানগরে ইআরডি সম্মেলন কক্ষে ঋণচুক্তি স্বাক্ষর হবে।

ইআরডি সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের অধীনে এই প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ছোট ও মাঝারি ৫১টি পৌরসভার সড়ক নির্মাণ করা হবে।  

ওই দিন ইআরডি সচিব কাজী শফিকুল আজম এবং কেএফএইডি’র উপ-মহাপরিচালক হামাদ আল-ওমর নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। সূত্র: বাসস   

আর/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি