ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এসবিএসি ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২০, ২৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের অফিসার ও ট্রেইনি অফিসারদের ৬ষ্ঠ বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। অনুষ্ঠান শেষে অফিসারদের সার্টিফিকেট দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম। এসময়ে মানবসম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, এসইভিপি মো. কামাল উদ্দিন, কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি