ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেসিক ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৩৩, ১ এপ্রিল ২০১৮

বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক কনক কুমার পুরকায়স্থ ।

তিনি তার বক্তব্যে এই কর্মশালার গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণে অংশগ্রহনকারীদেরকে কর্মশালা থেকে অর্জিত জ্ঞান মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যবহারের পরামর্শ দেন।

একইসঙ্গে ট্রেড বেইজড মানি লন্ডারিং প্রতিরোধের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। কর্মশালায় ৩৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি