ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লেগো পুরস্কার পেয়েছেন ফজলে হাসান আবেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

প্রাক-শৈশব উন্নয়নে (আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট) অবদান রাখায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ লেগো পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার রাতে ডেনমার্কে লেগো ফাউন্ডেশন বোর্ডের ডেপুটি চেয়ারম্যান থমাস কির্ক ক্রিশ্চিয়ানসেন তার হাতে পুরস্কার তুলে দেন।

স্যার ফজলে হাসান আবেদ বলেন, মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়া সম্মানের বিষয়। প্রতিটি শিশুরই বিকশিত হওয়ার অধিকার রয়েছে। লেগো ফাউন্ডেশনের এই উদ্যোগটি বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে অবদানের জন্য ১৯৮৫ সাল থেকে ডেনমার্কভিত্তিক করপোরেট প্রতিষ্ঠান লেগো ফাউন্ডেশন বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিয়ে আসছে। এই পুরস্কার হিসেবে ১ লাখ মার্কিন ডলার দেওয়া হয়, যা দিয়ে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রাক-শৈশব উন্নয়নের পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে পারে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি