ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইয়ামাহার স্পন্সরশিপে শাবিপ্রবিতে নববর্ষ উৎযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বাংলা নববর্ষ উৎযাপন করতে গত ১৪ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস সেজেছিল বর্ণিল সাজে। ক্যাম্পাস জুড়ে বাংলা নববর্ষ ১৪২৫ বরণ উপলক্ষে, ইয়ামাহা- এর স্পন্সরশিপে ‘স্থাপত্যে বৈশাখ’ নামে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন ক্যাম্পাস প্রাঙ্গণে ইয়ামাহার স্টলে বিভিন্ন মোটরসাইকেল প্রদর্শন করা হয়। এছাড়াও দিনভর স্টলে আসা দর্শনার্থীরা বিভিন্ন গেম শোতে অংশগ্রহণ করেন।

মানুষের কাছাকাছি থাকার লক্ষে এসিআই মোটরস বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করে। এর মাধ্যমে এই প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, এসিআই মোটরস লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। এসিআই লিমিটেড একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরযাত্রা শুরু করে। বর্তমানে দেশ জুড়ে এর ৩৮ টিরও বেশি থ্রি. এস. ডিলার পয়েন্ট রয়েছে, যাতে করে প্রয়োজনে ইয়ামাহা’র গ্রাহকরা সব সময় সব ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন। বিজ্ঞপ্তি।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি