ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইসলামী ব্যাংক বগুড়া জোনে শরী‘আহ্ সচেতনতা শীর্ষক আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ২৩ এপ্রিল ২০১৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়া জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বগুড়ার একটি কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মুহিউদ্দিন রব্বানী।

বাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনপ্রধান মো. মতিয়ার রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা এবং ব্যবসায়ী ও সমাজসেবক তাহেরা রহমান।

সভায় ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালনে গ্রাহক ও ব্যাংকারের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

//এস এইচ এস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি