ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকায় মুসলিম লাইফস্টাইল এক্সপো শুরু কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ১৭ মে ২০১৮

আসন্ন রমজান এবং ঈদুল ফিতরে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোক্তাদের সামনে তুলে ধরতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে দু’দিন ব্যাপি সাওদাডটকম মুসলিম লাইফস্টাইল এক্সপো ২০১৮। 

মুসলিম ইভেন্টস এর উদ্যোগে আগামীকাল ১৮ মে’তে শুরু হয়ে এই এক্সপো শেষ হবে ১৯ মে।

এই আয়োজনে শতভাগ হালাল পণ্যের পসরা নিয়ে ঢাকার শ্যামলী রিং রোডের হোয়াইট প্যালেস কনভেনশন হলে ৪০টিরও বেশি স্টল থাকবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

মুসলিম ইভেন্টস এর আয়োজকরা জানান, সারাবিশ্বে হালাল মার্কেটের আয়তন দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশও এর বাইরে নেই।  হালাল পণ্যের বাজার তুলে ধরার জন্যই এই প্রদর্শনীর আয়োজন। এই প্রদর্শনীতে যারা অংশগ্রহন করছেন তারা সবাই অনলাইন স্টোর অথবা ফেসবুকে নিজেদের পণ্য প্রচার এবং প্রসারে কাজ করে থাকেন। সব অনলাইন উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে গ্রাহকদের সুবিধার্তেই এমন আয়োজন বলে জানান আয়োজকেরা।

জানা যায়, দেশে হালাল পণ্য নিয়ে কাজ করছেন এমন উদ্যোক্তারাই প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন।  এতে পোশাক, বই, জুতা, আতর, খাবার, ডেইরি সামগ্রী, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শিত হবে।  উল্লেখ্য যে, প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল উদ্যোক্তাই তাদের পণ্য হালাল বলে ঘোষণা করেছেন।

এছাড়াও উক্ত প্রদর্শনীতে হিজামা ও রুকিয়া সেবা, বিবাহ সংক্রান্ত সেবা, ইসলামিক স্কুলে ‘স্পট এডমিশন’ সেবাসহ বিভিন্ন প্রকারের সেবা প্রদান করা হবে। নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্ধ থাকবে আলাদা অংশ।

প্রদর্শনীতে পণ্য ও সেবার পাশাপাশি থাকবে ফ্রি সেমিনার ও লেকচারের ব্যবস্থা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মঞ্জুর  এলাহীসহ অন্যান্য  বিশেষজ্ঞগণ  বক্তারা এসব সেশনে বক্তব্য রাখবেন। একজন ব্যক্তি যেকোন একটি সেশনে বিনামূলে অংশ নিতে পারবেন। তবে আগে থেকে নিবন্ধন করতে হবে। আর একাধিক সেশনে অংশ নিতে চাইলে নিবন্ধন ফি ১০০ টাকা প্রযোজ্য হবে।  

এক্সপো প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে। এক্সপোর মূল পৃষ্ঠপোষক হিসেবে থাকছে অনলাইন ভিতিক হালাল শপ সাওদাডটকম।

//এস এইচ এস// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি