ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়, দাবি করেছেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬:২৬, ২৩ জুন ২০১৬ | আপডেট: ১২:৫৫, ৪ এপ্রিল ২০১৭

চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত সাময়িক হিসাব অনুযায়ী লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায় হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনের বাজেট আলোচনায় এ তথ্য জানান মন্ত্রী। সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আরেক প্রশ্নের  জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়ন্ত্রণাধীন জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কাস্টমস, ভ্যাট ও আয়কর খাতে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রাও অতিক্রম হয়েছে। অন্যান্য সাংসদদে মন্ত্রী আস্বস্ত করেন, বড়  আকারের এই বাজেটে রাজস্ব অর্জন মাত্রা বাস্তবায়ন সম্ভব।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি