ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বাজেটে মোটরসাইকেল ক্রেতাদের জন্য সুখবর  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৪, ৭ জুন ২০১৮ | আপডেট: ২০:০৯, ৮ জুন ২০১৮

এবারের জাতীয় বাজেটে মোটরসাইকেল ক্রেতাদের জন্য রয়েছে সুখবর। বাজেটে মোটরসাইকেলের ক্ষেত্রে প্রণোদনা অব্যাহত রাখার পাশাপাশি মোটরসাইকেল ও পার্টস উৎপাদনে কতিপয় পণ্যে শুল্ক সুবিধা যৌক্তিকীকরণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় মুহিত এই প্রস্তাব করেন। অর্থমন্ত্রী বলেন, পরিবহন খাতের উদীয়মান একটি উপখাত হলো মোটরসাইকেল উৎপাদন। দেশে ইতিমধ্যেই ৩-৪টি প্রতিষ্ঠান স্থানীয়ভাবে মোটরসাইকেল উৎপাদন শুরু করেছে। একটি প্রতিষ্ঠান স্বল্প পরিসরে তাদের উৎপাদিত মোটরসাইকেল রফতানিও শুরু করেছে।   

তিনি বলেন, মোটরসাইকেলের স্থানীয় উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে এ খাতের জন্য শর্তসাপেক্ষে রেয়াতি সুবিধা প্রদান করে বিগত অর্থবছরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। মোটরসাইকেল উৎপাদন খাতে প্রদত্ত প্রণোদনা অব্যাহত রাখার পাশাপাশি মোটরসাইকেল ও এর পার্টস উৎপাদনে কতিপয় পণ্যে শুল্ক সুবিধা যৌক্তিকীকরণের প্রস্তাব করছি। ঢাকার যানজট থেকে বাঁচতে মধ্যবিত্ত পরিবারের অনেকেই মোটরসাইকেল ব্যবহার করেন। দিন দিন এ সংখ্যা বাড়ছে সারা দেশে।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি