ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঈদ ছুটিতে পর্যটকের ঢলের আশায় ব্যবসায়ীরা [ভিডিও] 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ১৫ জুন ২০১৮

ঈদ ছুটিতে পর্যটকদের বিনোদন দিতে প্রস্তুত দেশের পর্যটন কেন্দ্রগুলো। বৃষ্টি না হলে ঈদে পর্যটকের ঢল আশা করছেন কক্সবাজারের হোটেল ব্যবসায়ীরা। এদিকে মৌলভীবাজারের রিসোর্টগুলোতেও পর্যটকদের আগাম বুকিং। 

ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রতিবারই লাখো পর্যটকের ভীড় হয় পর্যটন নগরী কক্সবাজারে। এবারও তার ব্যতিক্রম নয়।

পর্যটকদের আকৃষ্ট করতে সমুদ্র সৈকতের চেয়ারগুলো রাঙানো হয়েছে নতুন রঙে। নতুন করে সাজানো হয়েছে হোটেল-মোটেল। বৃষ্টির মধ্যেও অগ্রীম বুকিং এ ব্যাপক সাড়া পড়ায় খুশি হোটেল ব্যবসায়ীরা।

পর্যটকদের নিরাপত্তায় সব ধরণের প্রস্তুতি রয়েছে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও।

মৌলভীবাজারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কয়েক হাজার দর্শনার্থী আগাম বুকিং দিয়ে রেখেছেন শ্রীমঙ্গলের হোটেল-রিসোর্টগুলোতে।

পর্যটকদের নিরাপত্তা দিতে বরবরের মতো মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য।

ভিডিও:  

এসি 

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি