ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নরসিংদী ও হবিগঞ্জে রিগ্যাল এম্পোরিয়ামের শোরুম চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ২১ জুন ২০১৮ | আপডেট: ২৩:৪৪, ২১ জুন ২০১৮

বাড়ি ও অফিস সাজানোর নান্দনিক ডিজাইনের ফার্নিচার নিয়ে নরসিংদী ও হবিগঞ্জে রিগ্যাল এম্পোরিয়ামের শোরুম চালু করা হয়েছে।

গত ১৩ জুন নরসিংদী জেলা সদরের গোলাপ চত্বরে ও হবিগঞ্জে জেলা সদরের পুরাতন মুন্সেফী বাণিজ্যিক এলাকায় শোরুম দুটি উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।    

শোরুমে বিভিন্ন ধরনের ফার্নিচারের মধ্যে রয়েছে খাট, সোফা, ডিভান, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রব, বুক সেলফ ও এক্সক্লুসিভ রিডিং টেবিল। বেডশিট, ফুলের টবসহ ঘর সাজানোর নানান ধরনের পণ্যও কিনতে পারবেন ক্রেতারা।

এছাড়া এম্পোরিয়াম থেকে সর্বনিন্ম দশ হাজার টাকার পণ্য কিনলে রয়েছে ফ্রি হোম ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, গুণগত ও মানসম্পন্ন ফার্নিচার সাশ্রয়ী দামে ক্রেতারা রিগ্যাল এম্পোরিয়াম থেকে কিনতে পারবেন। ক্রেতাদের সুবিধার্থে শিগগিরই সারাদেশে রিগ্যাল এম্পোরিয়ামের শোরুম চালু করা হবে।

অনুষ্ঠানে রিগ্যাল এম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার মাহমুদ হোসেন ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার ফয়সাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি