কোরবানীর আগে আরেক দফা বেড়েছে মসলার দাম
প্রকাশিত : ২১:০১, ১৩ জুলাই ২০১৮
ঈদুল আজহা সামনে রেখে আরেক দফা বেড়েছে মসলার দাম। সেই সঙ্গে কাঁচামরিচের দামও আকাশচুম্বি।
বন্যা আর চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বাড়তি বলে জানালেন বিক্রেতারা। আর বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে রমজানের সময় প্রতি কেজি কাঁচামরিচ ৩০/৪০ টাকায় বিক্রি হয়েছিল। সেই মরিচ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ টাকা দরে।
তবে প্রায় সব ধরনের সবজি গত সপ্তাহের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে দারুচিনির কেজি ২৪০ টাকা থাকলেও, এখন বিক্রি হচ্ছে ২৯০ টাকায়, ১২শ’ ৫০ টাকার এলাচ ১৫শ’ ৫০ টাকা, ৯২০ টাকার লবঙ্গ বিক্রি হচ্ছে ১২শ’ ৫০ টাকায়।
এমন দাম বৃদ্ধির জন্য মধ্যসত্ত্বভোগীদের অতি মুনাফার প্রবণতাকে দায়ি করছেন ক্রেতারা।
সব ধরণের চাল বিক্রি হচ্ছে আগের দামেই। বাজারে মাছের সরবরাহ প্রচুর। তবে দাম কিছুটা বাড়তি।
ভিডিও:
এসি
আরও পড়ুন