ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ডিএসসিই’র অর্থনীতিবিষয়ক কর্মশালা সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ১৫ জুলাই ২০১৮ | আপডেট: ০০:০৮, ১৬ জুলাই ২০১৮

ঢাকা স্কুল অব ইকোনোমিকস (ডিএসসিই) আয়োজিত অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা এবং কর্মশালা শেষ হয়েছে।

শনিবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।

কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ঢাকা স্কুল অব ইকোনোমিকস যে উদ্যোগ নিয়েছে তার মাধ্যমে দেশের অর্থনীতি আরো বেশি চাঙ্গা হবে এবং দেশের শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। বর্তমান সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে জোরালো ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসরস মো. গোলাম সামদানী ফকির, প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব আলী, শিল্পপতি আব্দুল হক, প্রফেসর জাহেদা আহমেদ প্রমুখ।

এমএইচ/ আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি