পাঁচ দেশে `এয়ার ট্যাক্সি` সেবা চালু করছে উবার
প্রকাশিত : ১৭:৫১, ১ সেপ্টেম্বর ২০১৮
রাইড শেয়ারিং অ্যাপভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান উবার চালু করতে যাচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস। গত বৃহস্পতিবার টোকিওতে এক ইভেন্টে উবার জানিয়েছে, আপাতত পাঁচটি দেশে এয়ার ট্যাক্সি উন্মুক্ত করবে তারা। এই পাঁচ দেশের মধ্যে রয়েছে জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স ও ভারত।
দেশগুলোতে ২০২০ সালের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। সর্বসাধারণের জন্য ২০২৩ সালের মধ্যে উন্মুক্ত করা হবে উবার এয়ার ট্যাক্সি সেবা। অন্যদিকে পাশের দেশ ভারতে আগামী পাঁচ বছরের মধ্যে আকাশে ট্যাক্সি ওড়াবে উবার। এক বিবৃতিতে উবার জানিয়েছে, ভারতের মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর অন্যতম।
এই শহরগুলোতে কয়েক কিলোমিটার রাস্তা যেতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। উবার এয়ারের মাধ্যমে এসব শহরের যাত্রা সময় বিপুলভাবে কমিয়ে নিয়ে আসা সম্ভব। এ ছাড়াও ইতিমধ্যেই ডালাস ও লস অ্যাঞ্জেলেসে এই পরিসেবা শুরু করার কথাও জানিয়েছে উবার।
সূত্র- দ্য ভার্জ
আকে//
আরও পড়ুন