ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজ ভোলা যাচ্ছেন দুই বাণিজ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০১৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে আজ মঙ্গলবার ভোলা যাবেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু। ভোলার স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করবেন সুরেশ প্রভু। এ ছাড়া সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিন। ভোলা থেকে আজিই তিনি ঢাকায় ফিরবেন।

আগামীকাল বুধবার দুই দেশের বাণিজ্যমন্ত্রী বৈঠকে বসবেন। একই দিন তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সঙ্গে বৈঠক করবেন। পরে ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন ভারতের বাণিজ্যমন্ত্রী। একই দিন তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। আগামী ২৮ সেপ্টেম্বর সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার বিকেলে পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। তার এই সফরে বন্ধুপ্রতীম দুই দেশের ব্যবসা-বাণিজ্যিক সম্পর্কের আরও অগ্রগতির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি