ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

যে সরকারই আসুক বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে: মুহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ২৬ সেপ্টেম্বর ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্ক অনেক আগের। এ সম্পর্ক চলমান থাকবে। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, সহায়তার ধারা অব্যাহত থাকবে। তবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। বিপুল ভোটে জয়ী হবে।

আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বিশ্ব ব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডিন শেফারের সঙ্গে আলোচনা শেষে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, শেফারের সঙ্গে একটা ভালো আলোচনা হয়েছে। যার মধ্যে ছিল উন্নয়ন ও অর্থের বিষয়। তবে নিবাচন নিয়ে কোনো কথা আলোচনা হয়নি। আমরা আগামীতে আবার ক্ষমতায় এসে দেশের উন্নায়নের ধারা অব্যাহত রাখতে চায়।

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার অঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডউই শেফার বলেন, ‘আমরা কক্সবাজার সফর করে এসেছি। সেখানে অবস্থানরত সব রোহিঙ্গার জন্য সাহায্য অব্যাহত থাকবে, যতদিন এটা সমাধান না হয়।

অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আর নির্বাচন না করার বিষয়ে নিজের অবস্থান পূণর্ব্যক্ত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নিজের নির্বাচনী এলাকা সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে মুহিত বলেন, ‘ওই আসনে আমার ভাইসহ তিনজনের নাম আলোচনায় আছে। এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভনর ড. ফরাস উদ্দিন ও মেজবাহ উদ্দিন সিরাজের নামও শোনা যাচ্ছে। তবে ফরাস-সিরাজ আর ইউজলেস নেইম।

প্রসঙ্গত, খোলামেলা কথা বলায় অভ্যস্ত আবুল মাল আবদুল মুহিত এর আগেও কয়েকবার বলেছেন, একাদশ নির্বাচন করবেন না। ওই আসনে নির্বাচন করবেন তার ভাই এম এ মোমেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি