ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ২৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ইউরোপিয়ান ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় এবং গ্রামীণফোন ও মাইক্রোসেভের প্রযুক্তিগত সহযোগিতায় মাইক্রো-মার্চেন্ট সাপ্লাই চেইনে ডিজিটাল আর্থিক সেবা প্রদানের মাধ্যমে উদ্ভাপনি পণ্য ও টেকসই ব্যবসায়িক মডেল চালুর লক্ষে ব্যাংক এশিয়া ও ইউএনসিডিএফ’র শিফ্ট সার্ক এন্ড আশিয়ান প্রজেক্টের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি সম্পাদিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে ব্যাংক এশিয়া প্রাথমিকভাবে সিরাজগঞ্জ, জামালপুর এবং শেরপুর জেলায় মাইক্রো মার্চেন্ট লেভেলে ডিজিটাল আর্থিক সেবা প্রদান করবে।

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী ও ইউএনসিডিএফ’র শিফ্ট সার্ক এন্ড আশিয়ান প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার রাজিব কুমার গুপ্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অর্থমন্ত্রণালয়ের ফিনান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের সচিব মো. আসাদুল আলম, ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধিদলের ফার্স্ট সেক্রেটারি মেনফ্রেড ফার্নলজ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নাজিমুদ্দিন, ডি নেট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল হোসেন, ব্যাংক এশিয়ার এসইভিপি ও চ্যানেল ব্যাংকিং ডিভিশন প্রধান সরদার আখতার হামিদ, গ্রামীণ ফোনের হেড অব ফিনান্সিয়াল সার্ভিস রাশেদা সুলতানা এ সময় উপিস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি