ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইসলামী ব্যাংক সোনাতলা শাখার স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ২৩ অক্টোবর ২০১৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়ার সোনাতলা শাখার উদ্যোগে টি এম মেমোরিয়াল একাডেমিতে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান।

টি এম মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সোনাতলা শাখা প্রধান মো. আলতাফ হোসাইন। এসময় টিএম মেমোরিয়াল একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ড. মো. জিল্লুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তি কার্যক্রমের অংশ হিসেবে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে ও তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি স্কুল ব্যাংকিং সেবা গ্রহণ ও নিজেদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি