রপ্তানি আয়ের ৮৩ শতাংশ-ই তৈরি পোশাক খাত নির্ভর(ভিডিও)
প্রকাশিত : ১১:৩৫, ৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫১, ৫ নভেম্বর ২০১৮
দেশে রপ্তানি আয়ের ৮৩ শতাংশ-ই তৈরি পোশাক খাত নির্ভর। চামড়া, পাটজাত পণ্য, ওষুধ, আইসিটি এবং ইলেকট্রনিক্স পণ্যের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বড় পরিসরে রপ্তানির বাজার তৈরি করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, পর্যাপ্ত গবেষণা, বিনিয়োগ, উৎপাদন আর দক্ষতার অভাবই এর কারণ। রপ্তানি নিয়ে শাহরিয়ার ইমনের তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ।
বিভিন্ন উদ্যোগের পরও ঘুরে দাঁড়াতে পারেনি চামড়া খাত। উল্টো পণ্য রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ স্থান হারিয়েছে। সেখানে চলে এসেছে কৃষিপণ্য। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ২৬ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৭ দশমিক চার ছয় শতাংশ কম। চামড়ার পাশাপাশি রপ্তানি কমার মিছিলে যোগ হয়েছে পাট ও পাটজাত পণ্য। এছাড়া, চিংড়ি রপ্তানিও গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কমেছে। প্রকৌশল পণ্য রপ্তানিতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৭ কোটি ৫৪ লাখ ডলার আয় হয়েছে। এর মধ্যে ১ কোটি ডলারের সাইকেল রয়েছে। সব মিলিয়ে প্রকৌশল পণ্য রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। এছাড়া, ৩ কোটি ৯৯ লাখ ডলারের সিরামিক পণ্য, এক কোটি ৮০ লাখ ডলারের আসবাব, ২ কোটি ৯৮ লাখ ডলারের ওষুধ রপ্তানি হয়েছে।
আরও পড়ুন