ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ১২ নভেম্বর ২০১৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন শনিবার নোয়াখালীর নাইস গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। আরও বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মুহাম্মদ কায়সার আলী। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোন প্রধান মোহাম্মদ রুকন উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে নোয়াখালী জোনের ২০টি শাখার শাখাপ্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে। দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা সব মানুষের কাছে পৌঁছানোর জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। আরো উন্নত সেবা প্রদানের মাধ্যমে জনগণের জীবনমান সহজ করতে তিনি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি