ফোরজি স্মার্টফোন ম্যাক্সিমাস ডি ওয়ান এনেছে রবি
প্রকাশিত : ২৩:১৪, ১৯ নভেম্বর ২০১৮
দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি এবং বিখ্যাত দেশীয় ব্র্যান্ড ম্যাক্সিমাস বাজারে নিয়ে এসেছে যৌথ-ব্র্যান্ডের ফোন ম্যাক্সিমাস ডি ওয়ান ।
ডুয়েল ফোরজি সিমের স্লটসহ নতুন এ ফোনে রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। যার দাম মাত্র ৪ হাজার ৫৯০ টাকা। দেশের বাজারে ফোর জি সুবিধা সমৃদ্ধ সবচেয়ে কম দামী ফোন এটি।
রবির আকর্ষনীয় বান্ডল অফারসহ ফোনটি কেনা যাবে। অফারের আওতায় ফ্রি ৪ জিবি ইন্টারনেট ডাটার মধ্যে ২ জিবি ফোরজি ডাটা এবং ২ জিবি অন্য যেকোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। ডাটার মেয়াদ ৩০ দিন। এছাড়া ম্যাক্সিমাস ডি ওয়ান ব্যবহারকারীরা প্রতি ৫০ থেকে ৩০০ টাকা রিচার্জে ২ দশমিক ৫ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট ডাটা পাবেন। এর মেয়াদ সাত দিন।
রবির ওয়াক ইন সেন্টার (ডব্লিউআইসি), ই-কমার্স প্লাটফর্ম রবিশপ ডটকম ডটবিডি (ৎড়নরংযড়ঢ়.পড়স.নফ) এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন চ্যানেল ডিজিরেড-এ ছয়টি ভিন্ন রঙের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। রঙগুলো হলো- থান্ডার পার্পল, গোল্ড, রোজগোল্ড, রেড, ব্লু এবং ব্রাউন।
১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড প্রসেসর এবং ৫ ইঞ্চির এইচডি পর্দাবিশিষ্ট ফোনটিতে সর্বশেষ আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন ওরিও ৮.১ ব্যবহার করা হয়েছে। ২২ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি মুঠোফোনটির দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তা দেয়ার পাশাপাশি পরিচ্ছন্ন ছবি ও ভিডিও এবং সোশ্যাল মিডিয়াসহ ওয়েব ব্রাউজিংয়ের সাবলীল অভিজ্ঞতা দিবে গ্রাহকদেরকে। ফোনটির সামনে ও পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
যৌথ-ব্র্যান্ডের ফোরজি স্মার্টফোনটি বাজারে ছাড়া প্রসঙ্গে রবি’র আইওটি অ্যান্ড প্রডাক্ট ইনোভেশন’র ভাইস প্রেসিডেন্ট মো. শওকত কাদের চৌধুরী বলেন, “সবচেয়ে সাশ্রয়ী যৌথ-ব্র্যান্ডের ফোন ম্যাক্সিমাস ডি ওয়ান বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আকর্ষনীয় ডেটা বান্ডল অফারটি ক্রেতা-গ্রাহকদের জন্য নিশ্চিতভাবেই দূর্দান্ত অফার। রবির ই-কমার্স আউটলেট ৎড়নরংযড়ঢ়.পড়স.নফ এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজিরেড’র মাধ্যমে গ্রাহকরা সারা দেশে স্বাচ্ছন্দ্যে ও সহজে স্মার্টফোনটি পেতে পারবেন।”
আরকে//
আরও পড়ুন