ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ঔষধের কাঁচামাল উৎপাদনে বাংলাদেশ-চীন পরস্পর সহযোগিতার আশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ২৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:২৫, ২৪ নভেম্বর ২০১৮

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি বাংলাদেশ ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ(বিএপিআই) এবং ইউনান-বাংলা বিজনেস ইনফরমেশন কনসালটেশন কোম্পানী লিমিটেড (ওয়াইএসবিবিআইসি)এর যৌথ উদ্যোগে গত ১০-১৭ নভেম্বর চীনের গুরুত্বপূর্ণ তিনটি প্রদেশে “চীন-বাংলাদেশ এপিআই (ঔষধ শিল্পের কাঁচামাল) শিল্পের উন্নয়ন ও সম্প্রসারনে পারস্পরিক সহযোগিতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশ ও চীনের ঔষধ শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ বিকাশে পারস্পরিক সহযোগিতা ও সম্ভাবনার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
সেমিনারে বাংলাদেশের শীর্ষস্থানীয় ১৫টি ঔষধ কোম্পানী ও চীনের শীর্ষস্থানীয় ৩০টি ঔষধ কোম্পানী যৌথভাবে অংশগ্রহণ ও মতামত বিনিময় করে। বাংলাদেশের প্রতিনিধিদলের পক্ষে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান নেতৃত্ব দেন। অন্যদিকে চীন সরকারের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট এপিআই কোম্পানীর টেকনিক্যাল ও উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ ননে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি